2024-12-19
agartala,tripura
রাজ্য

রাজ্যে বিভাজন তৈরী করতে চাইছে কুচক্রীরা তাদের প্রতিহত করতে হবে : মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৈচিত্রের মধ্যে ঐক্য এর প্রকৃত উদাহরণ হল বর্তমান ত্রিপুরা রাজ্য। কুচক্রীরা একটা বিভাজন করতে চাইছে। চাইছে আসির ডাঙ্গা ফিরিয়ে আনতে। তাদেরকে রুখতে হবে , কিছুতেই বিভাজন হতে দেওয়া যাবে না , বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। রাজ্যে একটা বিভাজন তৈরী করতে চাইছে কুচক্রীরা। তাদের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। শুধু আইন-শৃঙ্খলার অবনতি বলে চিৎকার চেঁচামেচি করে পরিবেশ নষ্ট করতে চাইছে। ত্রিপুরার ঐক্য নষ্ট করে জাতি ও উপজাতির সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত যারা করছে। তাদের বিচার বিবেচনা করা দরকার গত 35 বছরে তারা কি করেছে এই রাজ্যের। রাজ্যে আইনের শাসন চলছে , চলছে সুশাসন মেলা, ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে মানুষকে সরকারি সুযোগ-সুবিধা। শুক্রবার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলার মাঠে আয়োজিত 17 তম সরস মেলার উদ্বোধন করে কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেন নেশায় ডুবে যাচ্ছে রাজ্যের যুবসমাজ। তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। নেশার আতুর ঘরে ঢুকে হামলা চালাতে হবে। কোন দোকানে বিক্রি হচ্ছে কেতার যোগানদাতা খুঁজে বের করে সবাই কে শায়েস্তা করতে হবে। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে নেশা মুক্ত ত্রিপুরা করতে আমরা অঙ্গিকার বদ্ধ। মুখ্যমন্ত্রী এদিন বিরোধী দলগুলোকে তীব্র কটাক্ষ করে বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধি করবো এই মানসিকতা করলে চলবে না। রাজ্যের উন্নয়নে গঠনমূলক আলোচনা করতে হবে। কেউ কিছু করে থাকলেও সেটা বলার অধিকার আপনাদের নেই কারণ আপনাদেরকে জনগণ হারিয়েছে , আপনারা গণ বর্জিত। সেখানে আপনাদের কোন কথা বলার অধিকার নেই। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, এমএলএ রামপ্রসাদ পাল, মিমি মজুমদার, পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service