আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিজেদের সাংগঠনিক শক্তির মহড়া দেখালো তৃণমূল। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার আগরতলায় প্রদেশ তৃণমূল সংঘটিত করে মহা মিছিল ও প্রকাশ্য সমাবেশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত এদিনের মহা মিছিল ও সমাবেশে অন্যতম নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গের দুই নেত্রী তথা সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার ও মহুয়া মৈত্র। দুই সাংসদকে সামনে রেখে আগরতলা গান্ধী ঘাট থেকে মহা মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবনের সামনে আয়োজিত জনসভায় মিলিত হয়। সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বঙ্গের দুই সাংসদ ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা-নেত্রীরা রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন গত নির্বাচনের আগে মানুষের স্বার্থে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। একটা প্রতিশ্রুতিও তারা পালন করতে পারেনি। বামফ্রন্টের সময়ে ত্রিপুরা যেমন পিছিয়ে ছিল, ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার পর আরো যেন পিছিয়ে গেছে। তিনি আরো অভিযোগ করেন এখানে আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এখানে বাম ও রাম এক হয়ে গেছে। মানুষের স্বার্থে কাজ করছে না। তৃণমূল মানুষের স্বার্থে কাজ করে।
রাজ্য
ত্রিপুরায় বাম ও রাম এক হয়ে গেছে : সাংসদ কাকলি ঘোষ দস্তিদার
- by janatar kalam
- 2022-11-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this