জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থা এবার আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় সিভিল সেক্রেটারির দুটি টুর্নামেন্ট। রাজ্যে এই প্রথম একসাথে দুটি টুর্নামেন্টের আয়োজন। আগামী ১০ নভেম্বর থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকীভবনে শুরু হবে সাংস্কৃতিক ও সংক্ষিপ্ত নাটক প্রতিযোগিতা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেদিন এই প্রতিযোগিতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় চিফ ওয়েলফেয়ার অফিসার বিনীতা সুদ, অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারির সার্ভিস কালচার স্পোর্টস বোর্ডের সম্পাদক কুল ভূষণ মালহোত্রা। প্রতিযোগিতার সমাপ্তি দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবিবার আগরতলা প্রেসক্লাবের এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার সম্পাদক রাজিব বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনের শ্রী বন্দ্যোপাধ্যায় আরো জানান দ্বিতীয় পর্বে আগামী ১৬ ডিসেম্বর থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হবে ক্যারাম প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের কারামন্ত্রী রামপ্রসাদ পাল। এছাড়াও থাকবেন রাজ্যের মুখ্য সচিব সহ আরো বিশিষ্টজনেরা। দুই ইভেন্টের এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে ইতিমধ্যেই চলছে জোরদার তৎপরতা।
খেলা
রাজ্যে এই প্রথম একসাথে দুটি টুর্নামেন্টের আয়োজন
- by janatar kalam
- 2022-11-06
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this