2024-12-18
agartala,tripura
রাজ্য

বিগত সাড়ে চার বছরে ওবিসি কল্যানে সাফল্য তুলে ধরলেন দপ্তরের সচিব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত সাড়ে চার বছরে রাজ্যের ওবিসি কল্যাণ পরিষদ এবং মাইনোরিটি উন্নয়ন পরিষদ কি কি কাজ করেছে সেই সব সাফল্যের খতিয়ান শনিবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় মন্ত্রী রামপ্রসাদ পালও।ওবিসি এবং মাইনোরিটি ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের স্কলার্শিপ দেওয়া হয়। 44 টি ও বি সি সম্প্রদায়ের ছেলেমেয়েদের পর্ষদের তরফে শিক্ষা ঋণ দেওয়া হয় তেমনি মাইনোরিটি ভুক্ত ছেলেমেয়েদেরও দেওয়া হয়। এভাবে গত সাড়ে চার বছরে এই দুই সম্প্রদায়ের ছেলে-মেয়েদের জন্য পর্ষদ কি কি কাজ করেছে সাংবাদিক সম্মেলনে তাই তুলে ধরেছেন দপ্তরের সচিব।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service