2024-12-19
agartala,tripura
রাজ্য

এক গুচ্ছ নালিশ ও দাবী নিয়ে ডিজিপির নিকট ত্রিপুরা প্রদেশ কংগ্রেস,, বিস্তারিত পড়ুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য পুলিশের মহা নির্দেশকের সঙ্গে মিলিত হলেন রাজ্য কংগ্রেসের নেতৃত্ব। চলতি সময়ের বিভিন্ন ঘটনা নিয়ে পুলিশের ভুমিকা নিয়ে পেশ করলেন এক গুচ্ছ নালিশ ও দাবী। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস নেতা আশিস সাহা, গোপাল রায়, হরেকৃষ্ণ ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ডিজিপির দরবারে। কংগ্রেস দলের অভিযোগ নামা পেশ করেন রাজ্য পুলিশের মহানির্দেশকের সামনে। অভিযোগ জানিয়েছেন বিশালগড়ের এস ডি পি ও রাহুল দাস সহ আরোও বেশ কয়েকজন পুলিশ আধিকারীকের বিরুদ্ধে। এদিন ডিজিপির সঙ্গে কথা বলা শেষ করে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা আশিস কুমার সাহা বলেন, কংগ্রেস রাজ্যে শক্তিশালী হচ্ছে দেখে শাসক দল শঙ্কিত। তাই কংগ্রেসের উপর লাগাম টানতে দিকে দিকে কংগ্রেস কর্মীদের উপর পুলিশের একাংশকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service