2024-12-19
agartala,tripura
রাজ্য

কৃষি ক্ষেত্রকে আরও উন্নত করতে চেষ্টা করছে সরকার : মানিক |

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃষি আমাদের মূল ভিত্তি। রাজ্য সরকার কৃষি ক্ষেত্রকে অন্যতম অগ্রাধিকার দিয়েছে। এজন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। কৃষি ক্ষেত্রকে আরো কিভাবে উন্নত করা যায় সেটা নিরন্তর চেষ্টা করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। কৃষকদের উপার্জন দ্বিগুণ করা এবং তাদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য বিশেষভাবে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পাশাপাশি কৃষকদের কল্যাণে বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার কুমারঘাট মহকুমার বেতছড়ায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে নবনির্মিত ১০০০ মেট্রিক টন বিশিষ্ট ধান গুদামের দ্বারোদঘাটন করে কথাগুলো বললেনমুখ্যমন্ত্রী প্রফেসর ডা :মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী প্ৰণজিত সিংহ রায়, শ্রম মন্ত্রী ভগবান দাস, টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায় সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের পদাধিকারীরা।মুখ্যমন্ত্রী গোডাউনের দুয়ার কৃষকদের জন্য খুলে দিতে পেরে সন্তোষ ব্যক্ত করেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service