জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় কংগ্রেসের ভারত জড়ো যাত্রায় ব্যাপক সাড়া পড়েছে সারা দেশে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস থেকে ১৬ জনের এক প্রতিনিধি দল যোগ দিয়েছে এই যাত্রায়। ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের ক্ষমতায় ফিরছে কংগ্রেস। সেই লক্ষ্যে ভারত জড়ো যাত্রার সূচনা করেছিল প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি পালন না করার অভিযোগ এনে নয়া প্রতিশ্রুতি নিয়ে দেশজুড়ে ভারত জড়ো যাত্রায় বেরিয়ে পড়েছে রাহুল গান্ধী।দেশের প্রায় সব কটি রাজ্য থেকে কংগ্রেসের নেতৃবৃন্দ এই পদযাত্রায় অংশগ্রহন করেছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহার নেতৃত্বে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী পার্থ রঞ্জন সরকার,কার্যকরী সভাপতি সুশান্ত চক্রবর্তী , কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান এবং এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় সহ অন্যান্য নেতৃত্বরা ভারত জড়ো যাত্রায় অংশগ্রহণ করেছে। অক্টোবর মাসের ২৭ তারিখ প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলটি হায়দ্রাবাদে গিয়ে পৌঁছায়। সেখানে তাদেরকে উত্তরীয় পড়িয়ে সম্মাননা জানান তপশিলি জাতির চেয়ারম্যান প্রীতম যাদব। ২৮ নভেম্বর মেহেবুব নগরে রাহুল গান্ধীর সঙ্গে প্রায় ২৫ কিলোমিটার পদযাত্রা করে কংগ্রেসের প্রতিনিধি দলটি। সোমবার ৩১ অক্টোবর দিল্লির শক্তি স্থলে প্রয়াত প্রধানমন্ত্রী লৌহ মানবী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করেছেন কংগ্রেস প্রতিনিধি দলটি। সেখানে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী পার্থ রঞ্জন সরকারও কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দের সাথে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। ২০২৩ বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রচারে আসারআমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে। উল্লেখ্য ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস দল। মূলত বিজেপি সরকারের প্রতিশ্রুতি খেলাপের বিভিন্ন বিষয়গুলি সাধারণ মানুষের সামনে প্রচারে নিয়ে যাবে কংগ্রেস। জানিয়েছে কংগ্রেস নেত্রী বৃন্দ।
রাজ্য
ভারত জড়ো’ যাত্রায় অংশগ্রহণ করেছে প্রদেশ কংগ্রেসের ১৬ জনের প্রতিনিধি দল
- by janatar kalam
- 2022-11-01
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this