জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ধর্ষণের সুশাসন চলছে। ধর্ষক ও ধর্ষকের মদতদাতাদের কঠোর শাস্তির দাবি তুলেছে সি আই টি ইউ |সি আই টি ইউ ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর শহরে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল। মিছিলে লাল ঝান্ডা হাতে নিয়ে সিআই টি ইউ কর্মীসমর্থকরা স্লোগান তুলেছে ত্রিপুরায় ধর্ষণের সুশাসন চলছে। ধর্ষক ও ধর্ষকের মদত দাতাদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে সিআইটি ইউ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে আইনের কোন শাসন নেই , বিপন্ন হয়ে গেছে এই রাজ্যের গণতন্ত্র। সি আই টি ইউ নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন , এই রাজ্যের পুলিশ দল দাসে পরিণত হয়েছে।বিরোধীদের মিছিল-মিটিং করতে গেলেই আটকে দিচ্ছে পুলিশ। পুলিশের উপর পর্যন্ত খবরদারি করছে শাসক দলের কতিপয় নেতারা। নারী নির্যাতনের মত ঘটনাগুলি রুখতে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ রাজ্য বেবি গণ আন্দোলন সংগঠিত করবে বলে স্পষ্ট জানিয়ে দেন। পুলিশকেও হুশিয়ারি দিয়ে বলেন,জলদাসগিরি না করে সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য।
রাজ্য
দলদাসে পরিণত হয়েছে পুলিশ অভিযোগ সিআইটি ইউর
- by janatar kalam
- 2022-11-01
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this