জনতার কলম ওয়েবডেস্ক :- নতুন বাড়ির চাবি পেয়ে কেঁদে ফেললেন দরিদ্র বিধায়ক। ভাইরাল ভিডিওতে মশগুল সারা দুনিয়া। উপার্জন ও ব্যয়ের পরিসংখ্যানে বিহারের দরিদ্রতম বিধায়ক হলেন রাষ্ট্রীয় জনতা দলের রামবৃক্ষ সদা৷ সম্প্রতি তাঁকে পটনায় একটি সরকারি বাড়ি দেওয়া হল৷ মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হাত থেকে নিজের নতুন বাড়ির চাবি নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রথম বারের বিধায়ক রামবৃক্ষ৷ তাঁর দু’চোখে আনন্দাশ্রুর ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে৷ ভাইরাল ভিডিওয় বিধায়ক রামবৃক্ষ বলেছেন, ‘‘আমি বিহারের দরিদ্রতম বিধায়ক৷ একজন দরিদ্র যখনই কিছু পান, সেটা তাঁর কাছে দীপাবলির উপহার৷ এখন মুখ্যমন্ত্রী আমার হাতে নতুন বাড়ির চাবি তুলে দিলেন৷ জীবনে এরকম কোনওদিন স্বপ্নই দেখিনি৷ তাই আবেগতাড়িত হয়ে পড়েছি৷’’ আপ্লুত বিধায়কের আরও সংযোজন, ‘‘আমি মুশহর সম্প্রদায়ের৷ লালুপ্রসাদ যাদব আমাকে প্রথমে নেতা এবং পরে বিধায়ক তৈরি করেছেন৷’’ আলাউলির এই বিধায়ক এখনও খাগারিয়া এলাকায় তাঁর গ্রাম রউনে দু’ কামরার বাড়িতে থাকেন৷ এই বাড়ি তৈরি হয়েছিল ২০০৪ সালে ইন্দিরা আবাস যোজনায়৷ তফশিলি জাতির এই বিধায়ককে এ বার দেওয়া হল পটনার বীর চাঁদ পটেল পথে তিলতলা বাড়ি৷ রামবৃক্ষের মতো মোট আট বিধায়কের হাতে এই অনুষ্ঠানে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হয়৷ পাঁচ পুত্র ও এক কন্যার বাবা ৪৭ বছর বয়সি এই বিধায়ক জানিয়েছেন তিনি ১৯৯৫ সালে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন৷ তখন তিনি ইটভাটার শ্রমিক ছিলেন৷ এক নির্বাচনী প্রচারে ব্যস্ত লালুপ্রসাদ যাদবের সঙ্গে তিনি দেখা করে কথা বলেন৷ আরজেডি-র টিকিটে একাধিকবার পরাজয়ের পর অবশেষে তিনি বিধায়ক নির্বাচিত হন ২০২০-তে
দেশ
বাড়ি পেয়ে কেঁদে ফেললেন বিধায়ক ভাইরাল ভিডিও
- by janatar kalam
- 2022-10-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this