2024-12-19
agartala,tripura
অপরাধ

কৌটার নেশায় একুশের এক তরতাজা যুবকের গেলো প্রাণ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার ছোবলে ঝরে গেল বছর একুশের এক তরতাজা যুবকের প্রাণ। নিথর দেহ উদ্ধার হল জঙ্গল থেকে। পাশে পড়েছিল প্রিয় সেই নেশার কৌটা। কলেজ টিলা এলাকায় জঙ্গলের একটি বিশ্রামাগার থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জানা যায় এলাকাবাসীরা প্রাতঃভ্রমণে বের হয়ে ওই যুবকের মৃতদেহটি পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পূর্ব থানা এবং কলেজটিলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ছুটে এসে মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য তবে কিভাবে ওই যুবকের মৃত্যু হয় সে বিষয়ে এখন অব্দি জানা যায়নি পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত নেশা সেবনের ফলে ওই যুবকের মৃত্যু হতে পারে। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মানুষ জড়ো হলে পরিবারের লোকজনদের মাধ্যমে মৃতদেহটি শনাক্ত করতে পেরেছে পুলিশ। পরিবারের লোকেরা জানায় মৃত যুবকের নাম প্রীতম দেবনাথ বয়স ২১। মাত্র ৮/১০ দিন আগে তাকে নেশা মুক্তি কেন্দ্র থেকে বাড়িতে আনা হয়েছিল। কিন্তু পরিবর্তন হয়নি কিছুই। নেশার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ল তরতাজা যুবক। পুলিশ এ নিয়ে একটি মামলার এনিয়ে গ্রহণ করে তদন্ত চালিয়েছে বলে জানা যায়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service