2024-11-16
agartala,tripura
রাজ্য

সরকারের উপর আস্থা বেড়ে গেছে সাধারণ মানুষের : মানিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সরকারের উপর বিভিন্ন জনকল্যাণ মূলক কাজের কারণে আস্থা বেড়ে গেছে এবং বেড়েছে প্রত্যাশাও। মানুষের মৌলিক সমস্যা দূর করতে এই সরকার সচেষ্ট রয়েছে। বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। .রবিবার শহরের শান্তিপাড়ার অন্যতম বনেদি ক্লাব ঐকতান যুব সংস্থার হাতে আনুষ্ঠানিকভাবে একটি অ্যাম্বুলেন্স তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই অ্যাম্বুলেন্সটি তার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে কেনা হয়েছে। এই অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কর্মের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন মানুষ আমাদের উপর আস্থা রাখছে এবং আগামী দিনেও রাখবে। মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র বড়দোয়ালি কেন্দ্রের মধ্যেই রয়েছে শান্তি পাড়া ঐকতান যুব সংস্থা ক্লাব। এটা বাস্তব যে গোটা রাজ্যের মধ্যে এই শান্তি পাড়া ধনী ব্যক্তিদের এলাকা। হলেও মুখ্যমন্ত্রী তার শৈশবের এই ক্লাবকে আজও ভুলতে পারেননি। সে দায়বদ্ধতা থেকে একটা এম্বুলেন্স দিতেই পারেন। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার অনেক অর্থনৈতিকভাবে দুর্বল জনবসতি রয়েছে , সেখানকার ক্লাবগুলোর প্রতিও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী নজর দেবেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service