2024-11-16
agartala,tripura
বিশ্ব

পাথর ছুড়ে হত্যার শাস্তি এড়াতে আত্মহত্যার পথ বেছে নিলেন আফগান নারী

জনতার কলম ওয়েবডেস্ক :- জনসমক্ষে অপমান সহ্য করার চেয়ে আত্মহত্যার পথ বেছে নিলো এক আফঘান নারী। উল্লেখ্য, তালিবানের ভয়ে আত্মহত্যা করলেন ওই নারী। ঘটনার সূত্রে জানাযায় ওই নারী তার পুরুষ বন্ধুর সাথে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি শুনেছিলেন তালিবান পুলিশরা তাকে পাথর ছুরে মারবার প্ল্যান করছিলো। সেই সুযোগ তিনি তাঁদের আর দিলেন না।জনসমক্ষেই অপমান সহ্য করার চেয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি। ঘটনাটি ঘটে আফগানিস্তানের ঘর প্রদেশে। ঘর প্রদেশের তালিবান পুলিশ প্রশাসনের মুখপাত্র আব্দুল রহমান জানান, মেয়েদের জন্য জেলের অভাবে বিবাহিত পুরুষবন্ধুর সঙ্গে পলাতক ওই নারীকে পাথর ছুড়ে হত্যার শাস্তির কথাই ঠিক করা ছিল। ওই পুরুষবন্ধুকে হত্যা করা হয়েছে। তাই মেয়েটিও পাথর ছুঁড়ে মারা যাওয়ার ভয়ে গলায় স্কার্ফ জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তালিবান সূত্র

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service