জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজকে পঙ্গু করে পয়সা রোজগার নয়। পয়সার সবাই রোজগার করবে কিন্তু তা করতে হবে সৎ পথে। আহ্বান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে এগিয়ে আসতে হবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টরা। ড্রাগস বলতে মানুষ এখন শুধুমাত্র মারণ ড্রাগসকেই চেনে। ড্রাগস বলতে যে শুধুমাত্র জীবনদায়ী ঔষধ। সেটা মানুষ ভুলতে বসেছে। ড্রাগস এর নেশায় বুঁদ হয়ে পঙ্গু হয়ে যাচ্ছে বর্তমান যুবসমাজ। সোমবার ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। বলেন ড্রাগস মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে এগিয়ে আসতে হবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টরা। মুখ্যমন্ত্রী এদিন আরও উষ্মা প্রকাশ করে বলেন, অনেকে বৈধ ড্রাগস ব্যবসার আড়ালে অবৈধ ড্রাগস ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। বিষয়গুলি প্রায়ই আমাদের নজরে আসছে। এই বিষয়গুলোর উপর সদা সতর্ক থাকার জন্য আহব্বান রাখলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , বিধায়ক কৃষ্ণধন দাস , ডেপুটি ড্রাগস কন্ট্রোলার কাঞ্চন সিনহা প্রমূখ। এদিনের রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে এসোসিয়েশনের সদস্যরা স্বেচ্ছায় রক্ত দান করেন।
রাজ্য
বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ড্রাগস-এর ব্যবসায় জড়াচ্ছে কেমিস্ট এন্ড ড্রাগিস্টরা লাইসেন্স প্রাপ্তরা : ডা: মানিক সাহা
- by janatar kalam
- 2022-10-17
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this