জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার ঊনকোটি জেলার কৈলাশহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা। এদিন তিনি জনসমক্ষে ভাষণ দিতে গিয়ে বলেন এই কলেজের যথেষ্ট সুনাম রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণ করে বহু ব্যক্তিত্ব সুনামের সঙ্গে দেশ বিদেশে বিভিন্ন ক্ষেত্রে মাথা উঁচু করে কাজ করছেন। সেই সাথে ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ করে তিনি বলেন তারা যাতে সারা জীবন শিক্ষাগুরুদের সম্মান করে। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে চলে এবং সময়ের কাজ সময়ের মধ্যেই করে। এর পাশাপাশি খেলাধুলার সাথে যুক্ত থেকে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ উন্নত করে। তবে এদিনের এই নবনির্মিত ভবনের দ্বারোদঘাটনকে কেন্দ্র করে শিক্ষাত্রী ওহ অভিবাবকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
রাজ্য
মুখ্যমন্ত্রীর ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, সারা জীবন শিক্ষাগুরুদের সম্মান করার
- by janatar kalam
- 2022-10-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this