জনতার কলম ত্রিপুরা আগরতলা ত্রিপুরা প্রতিনিধি :- ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী দেশ হিসেবে নিজেদের প্রমাণ করেছে।অন্যান্য রাষ্ট্রকে উন্নয়নের দিশা দেখাচ্ছে ভারত।বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত বর্তমানে ভাগ সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছে আর্থিক দিক দিয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম হল ভারত। অন্যান্য দেশগুলি বর্তমানে ভারতকে ফলো করে চলছে। ভারত উন্নয়নের অন্যতম রাজ্যগুলির মধ্যে উত্তর-পূর্বাঞ্চল হচ্ছে প্রধান ক্ষেত্র। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন হলেই ভারতের প্রভূত উন্নয়ন হবে। সেই দিশাতেই কাজ করে চলছে বর্তমান কেন্দ্রীয় সরকার। ভারত উন্নয়নের ভাগীদার ত্রিপুরা রাজ্যও। এই অঞ্চলের যুবাদের স্ব উদ্যোগে ইতিমধ্যেই অনেক শিল্প-কারখানা গড়ে উঠেছে।রাজ্যের মহিলা সশক্তিকরণ এর উপর গুরুত্বারোপ করেছে বর্তমান সরকার। বুধবার রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করে কথাগুলি দেশের 15 তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বলেন রাষ্ট্রপতি হওয়ার পর যখন বিভিন্ন রাজ্য পরিভ্রমণের প্রসঙ্গ ওঠে তখন ঐ আমি স্থির করি আদ্যা শক্তি উৎস স্থল থেকে অর্থাৎ উত্তর-পূর্বাঞ্চল থেকে যাত্রা শুরু করব। তাই রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম আমার ত্রিপুরা সফর। ত্রিপুরা রাজ্যের উন্নয়নে আমি আন্তরিকভাবে সচেষ্ট হব। দেশের বর্তমান সরকারও ত্রিপুরার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেছে। রাষ্ট্রপতি এদিন ত্রিপুরা রাজ্যের যুবাদের উদ্যোগ, কেন্দ্রীয় প্রকল্প গুলির সফল রূপায়ণ, ও কর্মোদ্যোগী মানুষের ভুয়সি প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, গত 8 বছরে ত্রিপুরার উন্নয়নে নিরলসভাবে চালিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। জোর দিয়েছে মহিলা সশক্তিকরণ এর উপর। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন প্রমূখ।অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, রাজ্য তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস ও ওবিসি কল্যাণ মন্ত্রী রামপ্রসাদ পাল।
রাজ্য
আর্থিক দিক দিয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম হল ভারত : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
- by janatar kalam
- 2022-10-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this