জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিষ্ঠার সহিত রাজ্যেও ঘরে ঘরে পূজিত হচ্ছেন ধন,সমবৃদ্ধি ও সৌভাগ্যের দেবী লক্ষী। গত রাত থেকে দিনব্যাপী পূর্ণিমা তিথি থাকায় রবিবার দিনেও বহু গৃহস্তের ঘরে হয়েছে লক্ষী পূজা। পূর্ণিমা থাকবে গভীর রাত পর্যন্ত। এই লক্ষী পূজাকে অনেকে কোজাগরী লক্ষী পূজাও বলে থাকেন। কোজাগরী মানে কে জেগে আছো ? পুরান মতে এই পূর্ণিমার রাতে ধনদেবী ধরাধামে পরিভ্রমনে বরুন। যারা জেগে থাকেন তারাই দেবীর কৃপাদৃষ্টি পান।তাই অনেকে রাতব্যাপী জেগে থাকেন।
Leave feedback about this