2024-12-18
agartala,tripura
রাজ্য

কৈলাশহর ফিল্ড অফিসের উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে শুরু হয়েছে এক বিশেষ প্রচার কর্মসূচী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আট বৎসর শাসনকালে দেশ পৌঁছে গেছে সুপার পাওয়ারে। বিশ্বের সমস্ত দেশের নজর এখন ভারতের দিকে। বললেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস।ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন কৈলাশহর ফিল্ড অফিসের উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে শুরু হয়েছে এক বিশেষ প্রচার কর্মসূচী। যার মধ্যে রয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের আট বর্ষপূর্তিতে সেবা, সুশাসন, ও গরিব কল্যাণ এর উপর কেন্দ্রীয় সরকার কি কি কর্মসূচি রুপায়ন করেছে এবং কি কি কর্মসূচি ভবিষ্যতে রূপায়িত করবে , সে গুলির উপর বিশেষ প্রদর্শনী।জনগণকে অবহিত করার লক্ষ্যে 29 সেপ্টেম্বর থেকে ঊনকোটি জেলার কুমারঘাট মহাকুমার পাবিয়া ছড়া হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হয়েছে দুই দিনের এক প্রদর্শনী। তার আগে প্রদর্শনীর বিষয় এলাকায় মাইকযোগে ব্যাপক প্রচার করা হয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন , রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। শ্রী দাস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়নের উপর গুরুত্বারোপ করেছে। এদিন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে নীলকন্ঠ সোশাল এন্ড কালচারাল অর্গানাইজেশন এর শিল্পী বৃন্দ। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন কৈলাশহর ফিল্ড অফিসার এইচ কে চ্যাং।অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুমারঘাট এর বিশিষ্ট সমাজসেবী অনিমেষ সিনহা, ও পাবিয়া ছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক সুব্রত পাল প্রমূখ ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service