শারদীয় দূর্গোৎসবে অষ্টমীর রাতে শান্তির বাজার মহকুমার বিভিন্ন জায়গায় দূর্গা পূজা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। বাঙ্গালীর শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব।এক দূর্গোৎসবকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পূজা কমিটির উদ্যোক্তারা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন। অষ্টমীর রাতে শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ী দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দির, জগন্নাথ পাড়া কমিটি আয়োজিত দূর্গা পূজা ও শান্তির বাজার ব্যাবসায়ী কমিটি আয়োজিত দূর্গা পূজা পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসার ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরে ও বিভিন্ন দূর্গা পূজায় জনকল্যানে পূজা দিলেন। এই পরিদর্শকালে জনগনের প্রতি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠনের উপর গুরত্ব দিয়েছেন। তারপাশাপাশি তিনি জানান উনার বাসভবনে অন্যান্য বছরের ন্যায় এই বছরও ঐতিয্যবাহী দূর্গা পূজা করাহচ্ছে। তা সত্বেও তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবার সুবাদে সকল ত্রিপুরাবাসীকে নিজের পরিবারের সদস্য মনেকরে সমগ্র ত্রিপুরা জুরে দূর্গাপূজা পরিদর্শন করছেন।
রাজ্য
সমগ্র ত্রিপুরা জুরে দূর্গাপূজা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-10-04
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this