জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টির “প্রতি ঘরে সুশাসন”-র অঙ্গ হিসেবে আজ থেকে দুই দিন ব্যাপী তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী RD ব্লকের অধীন মুঙ্গিয়াকামী ব্লক প্রাঙ্গণে ব্লক ভিত্তিক এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় । উক্ত এই প্রশাসনিক স্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক দীলিপ কুমার চাকমা, ২৯ কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা শাসক মহম্মদ সাজ্জাদ পি, তুইমধু সাব জোর্নালের চেয়ারম্যান মানিক দেববর্মা, মুঙ্গিয়াকামী সাব জোর্নালের চেয়ারম্যান মনোরঞ্জন দেববর্মা, মু্ঙ্গিয়াকামী BSC চেয়ারম্যান সুনীল দেববর্মা, সহ আরও অন্যান্যরা । প্রথমেই মঞ্চে একে একে পুষ্পস্তবক ও রিশা পরিয়ে তাঁদের বরণ করে নেওয়া হয় । পরবর্তীতে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক ডক্টর অতুল দেববর্মা সহ প্রশাসনিক স্তরের আধিকারিকেরা । এই দিনের এই ব্লক ভিত্তিক শিবিরে স্থানীয় এলাকার জন-জাতিদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়ঃ । এই দিকে মঞ্চে উপবিষ্ট সকলকে স্বাগত জানাতে জনজাতি নৃত্য পরিবেশন করা হয় । পরবর্তীতে মঞ্চে স্বাগত ভাষণ রাখতে গিয়ে কৃষ্ণপুরের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা বলেন — “প্রতি ঘরে সুশাসন” প্রকল্পের মাধ্যমে জোট বিজেপি সরকার রাজ্যবাসীর কাছে সকল রকম সরকারী সুযোগ সুবিধা অতি সহজেই পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে । বর্তমান জোট সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়েই কাজ করে চলেছে । জাতি জনজাতি উভয়ের জীবনের মান উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য । তবে বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পূর্বের প্রতিশ্রুতি মোতাবেক বর্তমানে সামাজিক ভাতা দুই হাজার টাকা করেছে । শুধু তাই নয়, শারদীয়া দুর্গোৎসবের প্রাক লগ্নে সরকারী আমলাদের মহার্ঘ্য ভাতাও বৃদ্ধি করেছে । কিষাণ সম্মান নিধি, ফসল বীমা ইত্যাদির ফলে রাজ্যের কৃষকেরা অনেকাংশে উপকৃত হয়েছে । বর্তমান জোট বিজেপি সরকার সমাজের সকল অংশের মানুষের কথা মাথায় রেখেই কাজ করে চলছে বলেও তিনি মন্তব্য করেন । তবে, আঠারমুড়া পাহাড়ের মধ্যিখানে অবস্থিত মুঙ্গিয়াকামী ব্লকের উন্নতিতেও সরকার নানা বিবিধ পরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যে । আগামী দিনে এই মুঙ্গিয়াকামী ব্লক চত্বরে একলব্য বিদ্যালয়ও খোলা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন । এই ব্লক এলাকার জন-জাতিরা বর্তমানে সরকারি অনেক সুযোগ সুবিধা পেয়েছে । আর যারা বর্তমানেও এখনো কোন সুযোগ সুবিধা পায় নি তারা এই “প্রতি ঘর সুশাসন”র মাধ্যমে নিজেদের সকল সুযোগ সুবিধা আয়ত্ব করে নিতে পারবে । এই দিনের এই দুই দিন ব্যাপী শিবিরে মোট ২০০ জন PRTC, ১৫০ জন ST সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেন । এছাড়াও ৫৪ জন কৃষক’কে কৃষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয় । তৎসঙ্গে আয়োজিত উক্ত শিবিরে জনজাতি অংশের মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো দ্বিগুন বাড়িয়ে তোলার জন্য মঞ্চে সকলের সামনেই খোয়াই জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা করোনা মহামারীকে প্রতিহত করতে কোভিড ভ্যাকসিনের বোস্টার ডোজ নেন” ।।
রাজ্য
মুঙ্গিয়াকামী ব্লকে প্রশাসনিক শিবির
- by janatar kalam
- 2022-09-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this