2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বিদ্যাসাগরের জন্মদিনটিকে শিক্ষা বাচাও দিবস হিসাবে পালন করলো অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের নবজাগরণের পথিকৃৎ, আধুনিক শিক্ষার রূপকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩ তম জন্ম জয়ন্তী দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও সোমবার সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে উদযাপন করা হল। বেসরকারিভাবে আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে বিদ্যাসাগরের জন্মদিনটিকে এবছর শিক্ষা বাচাও দিবস হিসাবে পালন করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। সেখানে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা ও বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন কমিটির কর্মকর্তারা। তারা বলেন পার্থিব মানবতাবাদী বিদ্যাসাগর এদেশের মানুষকে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সংস্কৃত শিক্ষা নয়, পাশ্চাত্য দর্শন, গণিত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা প্রবর্তনের জন্য নারী শিক্ষা চালু করা সহ বিভিন্ন সামাজিক কুসংস্কার প্রতিরোধে আজীবন লড়াই করে গেছেন। অথচ দেশ স্বাধীন হবার এত বছর পরেও সাধারণ মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। অবৈজ্ঞানিক সিলেবাস চালু করে, শিক্ষাকে ব্যয়বহুল করে, শিক্ষাকে ধনী-দরিদ্রের শিক্ষাতে বিভাজন করে, গণতান্ত্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষাকে ধর্মীয়করণ এবং শিক্ষাকে লাভজনক ব্যবসায় পরিণত করে দেশের ধনীদের হাতে তুলে দিচ্ছে। সর্বশেষ জাতীয় শিক্ষানীতি ২০২০ এমন সব বিষয় নিয়ে আসছে যেগুলি বিদ্যাসাগর সহ দেশের বরেণ্য মনীষীদের এবং স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের আশা-আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী। তাই বিদ্যাসাগরের জন্মদিনটিকে শিক্ষা বাচাও দিবস হিসাবে পালন করে এই সংগঠন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service