জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কর্তব্যরত অবস্থায় বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় আহত ট্রাফিক ডিএসপি। ঘটনায় বাইকচালক ওই স্কুল ছাত্রকে আটক করেছে পুলিশ।ঘটনা বৃহস্পতিবার সকালে খোয়াই কমলপুর সড়কস্থিত সিঙ্গিছড়া বেলতলী এলাকায়। এদিন বেলতলী এলাকায় ট্র্যাফিক ডিএসপির নেতৃত্বে নাকা চেকিংয়ে বসেছিল। সড়কেরপাশে বসে বাইক ও গাড়ীর কাগজপত্র চেকিং করছিল ডিএসপি। এ নিয়ে ট্র্যাফিক ডিএসপি বিক্রমজিত শুক্লদাস জানান ,সে যখন,ডিউটি করছিল তখন দ্রুতগামী একটি বাইক ধাক্কা মারে তাঁকে। আহত বিক্রমজিত শুক্লদাসকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযুক্ত বাইক চালকের পিছু ধাওয়া করে পুলিশ। বাইক আরোহী নাবালক স্কুল ছাত্রকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
অপরাধ
বাইকের ধাক্কায় হাসপাতালে ভর্তি পুলিশ ডিএসপি বিক্রমজিত শুক্লদাস
- by janatar kalam
- 2022-09-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this