জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নপূরণে বদ্ধপরিকর ত্রিপুরা বিজেপি আইপিএফটি জোট সরকার একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার।বললেন দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল। বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস কমিউনিটি হলে প্রতি ঘর সুশাসন কর্মসূচির উপর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয় মঙ্গলবার । কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কারা ও দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, সমাজ শিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ সিপাহীজলা জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মীগণ। অনুষ্ঠানের শুভ সূচনা করেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল। কর্মশালায় শারীরিক প্রতিবন্ধী বিভিন্ন ব্যক্তিদের মধ্যে চলাফেরার জন্য হুইলচেয়ার সহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন কারা মন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারত সরকারের বিভিন্ন জন্মুখী ও উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী দিনেও তাকে সামনের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার প্রতিনিয়ত কর্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার। তার থেকে কোন রকম ভাবে পিছিয়ে নেই ত্রিপুরা রাজ্য। সবকা সাথ ,সবকা বিকাশ প্রধানমন্ত্রীর স্বপ্ন, তা প্রতি অক্ষরে অক্ষরে পূর্ণ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বিজেপি ও আইপিএফটি জোট সরকার। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়নে গ্রামের চেয়ারম্যান টিংকু রায়, বিশিষ্ট সমাজসেবী ঝরনা দেববর্মা , সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, দেবব্রত ভট্টাচার্য ও গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রাজ্য
শারীরিক প্রতিবন্ধী বিভিন্ন ব্যক্তিদের মধ্যে চলাফেরার জন্য হুইলচেয়ার সহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন কারা মন্ত্রী
- by janatar kalam
- 2022-09-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this