জনতার কলম ত্রিপুরা আগরতলা:- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আয়োজন করছে শারদীয়া স্বর্ণ সম্ভার- ২০২২। চলবে 21 সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর ২০২২পর্যন্ত। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা। শারদীয়ার স্বর্ণ সম্ভার- ২০২২ একই সঙ্গে ত্রিপুরার আগরতলা খোয়াই ধর্মনগর উদয়পুর এবং কলকাতা গড়িয়াহাট বেহালা এবং বারাসাতের শোরুম গুলোতে ২১ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত চলবে। এই উপলক্ষে প্রত্যেকটি শোরুম আকর্ষণীয় ভাবে সাজানো হয়েছে প্রতিটি জুয়েলারি কেনাকাটায় থাকছে ১৫ গ্রামের গোল্ড কয়েন , এছাড়া স্বর্ণের মেকিং চার্জের উপর ২০শতাংশ ছাড় , হীরের গয়নার উপর ৭৫ শতাংশ ছাড় , রুপোর গয়নায় ছাড় রয়েছে ১০শতাংশ , প্রতিদিন লাকি ড্র এর মাধ্যমে তিনটি করে সোনার কয়েন দেওয়া হবে , মেগা ড্র তে থাকছে একটি সুইফট গাড়ি ও দুটি স্কুটি। এছাড়াও পুরনো গয়নার এক্সচেঞ্জ , সোনায় সোহাগা স্পেশাল ডিস্কাউন্ট স্কিম ইত্যাদি সমস্ত সুযোগ থাকছে এভেলেবেল। এদিনের সাংবাদিক বৈঠকে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। শারদীয়া স্বর্ণ সম্ভারে সমস্ত গ্রাহকদের কেনাকাটায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন কোম্পানির ডিরেক্টর অর্পিতা সাহা এবং রূপক সাহা।
রাজ্য
২১সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর ২০২২পর্যন্ত শ্যামসুন্দর কোং জুয়েলার্সের শারদীয়া স্বর্ণ সম্ভার চলবে
- by janatar kalam
- 2022-09-20
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this