2024-12-19
agartala,tripura
রাজ্য

ঘরে ঘরে সুশাসন অভিযান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিন আপনারা:মন্ত্রী সুশান্ত চৌধুরীর আহব্বান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু জল প্রদানই নয় স্বচ্ছতার উপর সঠিক গুরুত্ব আরোপ করতে হবে ডি ডব্লিউ এস দপ্তরের কর্মীদের। স্বচ্ছ ভারত মিশনের ওপর আগরতলা টাউন হলে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন করে এই আবেদন রাখলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। “স্বচ্ছতাপখওয়াড়া ” স্বচ্ছ ভারত মিশন গ্রামীনের আওতায় আগরতলা টাউন হলে আয়োজিত হয় এক কর্মশালা। এতে ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রতিনিধিদের পাশাপাশি দপ্তরের কর্মী ও অফিসাররা অংশ নেন। উদ্বোধন করেন ডি ডব্লিউ এস দপ্ততরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভাষণে তিনি বলেন প্রতি ঘরে জল, এই অভিযানে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ত্রিপুরা।এ ক্ষেত্রে ত্রিপুরার মাত্র ৩ শতাংশ থেকে ৫৪ শতাংশ মানুষের ঘরে নলের মাধ্যমে জল পৌঁছে দিতে পেরেছে দপ্তর। শুধু জল পৌঁছে দেওয়া নয়, এখন স্বচ্ছতার ওপরও সঠিক গুরুত্ব আরোপ করার আবেদন দপ্তরের কর্মী ও আধিকারিকদের প্রতি রাখেন মন্ত্রী। উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেছেন ঘরে ঘরে সুশাসন অভিযান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিন আপনারা। কোথায় কি সমস্যা রয়েছে ? কার কি সুবিধা অসুবিধা, তা নখে দর্পনে রাখুন।করান আগের সরকার মহাকরণের ঠান্ডা ঘরে বসে সরকার চালাতো। মানুষকে ছুটে আসতে হতো সরকারের কাছে। এখন তা করলে চলবে না। এখন জনপ্রতিনিধিদের মানুষের কাছে যেতে হবে। এটাই বর্তমান সরকারের লক্ষ। কর্মশালার ২ টি সেশনে গ্রামে গ্রামে কিভাবে স্বচ্ছতার উপর সচেতনতা বৃদ্ধি করা যায় সেই প্রশিক্ষণ দেওয়া হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service