জনতার কলম ওয়েবডেস্ক :- তাইওয়ানে বিরাট ভূমিকম্প , ঘর ছাড়া প্রায় ২০ লক্ষ পরিবার, জারি করা হয়েছে সুনামি সর্তকতা , দেশজুড়ে আতঙ্ক | ঘণ্টায় তিন বার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান ৷ ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু বহুতল এবং বাড়ি ৷ এর জেরে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে ৷ তাইওয়ানে প্রকৃতির ধ্বংসলীলার রূপ দেখে প্রত্যেকেই চমকে উঠেছেন ৷ এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও ৷ যেখানে জিমের ছাদের প্রায় গোটা অংশটাই ভেঙে পড়ার ভয়াবহ ফুটেজ দেখা গিয়েছে ৷ ভিডিওটিতে দেখা যায় ঘটনার সময়ে জিমে বেশ কয়েকজন ছিলেন ৷ কিন্তু ছাদের অংশ ভেঙে পড়তেই এদিকে ওদিকে দৌড়তে থাকেন তারা ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পান অনেকেই। তাইওয়ানের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্বের তাইতুং কাউন্টি ভূমিকম্পের উৎসস্থল। সেখানেই ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক। তবে কারও মৃত্যু হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
বিশ্ব
ঘর ছাড়া প্রায় ২০ লক্ষ পরিবার জারি করা হয়েছে সুনামি সর্তকতা
- by janatar kalam
- 2022-09-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this