2024-12-19
agartala,tripura
খেলা

আন্তর্জাতিক স্তরে ত্রিপুরা রাজ্যের সুনাম অর্জন করছে খেলোয়াড়রা দাবি সভাধিপতি অন্তরা দেব সরকারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম জেলার স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে পশ্চিম জেলার অন্তর্গত সুইমিং ও জোডু পুরুষ এবং মহিলা উভয় বিভাগের খেলার উদ্বোধন হল।শনিবার বাধারঘাট রাইমা সুইমিংপুলে প্রতিযোগিতা গুলির উদ্বোধন করলেন জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার। প্রতিযোগিতায় এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। এ দিনের প্রতিযোগিতাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল ব্যাপক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম জেলার জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার বলেন, খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েদের মনের বিকাশ ঘটানো যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরীর আন্তরিক চেষ্টায় ত্রিপুরার ছেলেমেয়েরা এখন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু সুনাম অর্জন করেছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service