জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অন্তর্জলী যাত্রা হয়ে গেল বাপ বেটার টি ডিএফ।সদলবলে পুত্র পূজন মমতার দয়া পেতে টিএমসিতে যোগ দিল রাজীব সুস্মিতার হাত ধরে। হাল আমলে মৃত্যুশয্যায় থাকা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছিল পীযূষ কান্তি বিশ্বাস। ছিল প্রদেশ কংগ্রেস লিগাল সেলের একজন আইনজীবী। রাজ্যে যখন কংগ্রেসের হাল ধরার মত কোন লোক খুঁজে পায়নি এ আইসিসি তখন অনেকটা নিরুপায় হয়ে কংগ্রেস দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অক্সিজেন তুলে দিয়েছিল পীযূষ বিশ্বাস এর হাতে। দুর্ভাগ্য রাজ্যে অন্যান্য দলের কার্বন-ডাই-অক্সাইডে পীযুষের হাতে থাকা কংগ্রেসের অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়।রাজ্যস্তরে কোনও জায়গায় পীযূষ কান্তি বিশ্বাস এর নেতৃত্ব যখন ধোপে টিকেনি তখন রাগে অভিমানে দল ছাড়লেন পীযূষ। ফের কংগ্রেসের হাল ধরলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। এই সময়ে আরেক প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মন নতুন দল গঠন করল তিপরা মথা। অপর দিকে পীযূষ কান্তি বিশ্বাস অপর কংগ্রেস নেতা তাপস দেকে নিয়ে পুত্র পূজনকে সভাপতি করে টিডিএফ নামে নতুন দল গঠন করেছে। পুরনিগম নির্বাচনে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে জুট করে নির্বাচনে ফলাফলে নেট ফল এনেছে জিরো। এবার উপায়ান্তর না দেখে ফের রোজগারের ধান্দায় বিধানসভা নির্বাচনের আগে একদা কংগ্রেস নেত্রী বর্তমান তৃণমূল সংসদ সুস্মিতা দেব এর হাত ধরে যোগ দিল তৃণমূল কংগ্রেসে। দাবি করছে 600 কর্মী-সমর্থক নিয়ে পূজন বিশ্বাস যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে। এদিকে পূজন বিশ্বাসের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বাসিত সুস্মিতা দেব। তার দাবি শীঘ্রই নাকি ঘুরে দাঁড়াবে রাজ্য তৃণমূল কংগ্রেস। প্রশ্ন উঠছে যেখানে সুবল ভৌমিকের মত রাজ্যস্তরীয় নেতাকে নিয়ে পশ্চিমবঙ্গের রাজীব বন্দ্যোপাধ্যায়রা রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘাস ফুল ফোটাতে পারেনি , এখানে পূজন বিশ্বাসের মত চুনোপুঁটি নেতাকে নিয়ে কি করে সংগঠনটির বিস্তার করবে ? এদিনের যোগদান সভায় হাতেগোনা কয়েকজন যোগদান করলেও তৃণমূল কংগ্রেসের দাবি প্রায় 600 কর্মী-সমর্থক নাকি যোগ দিয়েছে। স্থান সংকুলানের জন্য লোক সমাগম করেনি। তার উত্তর খুঁজে পাওয়া যাবে আগামী দিনেই।
রাজ্য
পঞ্চভূতে বিলীন টিডিএফ তৃণমূলে যোগ দিল পুত্র পূজন পিতা পীযূষ চেয়ে আছে রাজ্য সভাপতির আসনের দিকে
- by janatar kalam
- 2022-09-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this