জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভগবানকে বিশ্বাস করা প্রত্যেকটা মানুষের নৈতিক কর্তব্য। যারা ভগবানকে বিশ্বাস না করে নিজেদেরকে নাস্তিক বলে জাহির করে , তাদের ধারণা ভুল , তাদেরকে ধর্মের পথে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। ভগবানকে যারা বিশ্বাস না করে নিজেদেরকে নাস্তিক বলে জাহির করছে। তারা সত্যিকারেরই ভুল পথে পরিচালিত হচ্ছে। তাদের ছেলে মেয়ে আত্মীয় পরিজনরা ঠিকই কিন্তু ভগবানের শরণাপন্ন হচ্ছে। বিভিন্ন মন্দির মসজিদ গির্জায় তাদের পরিজনদের যেতে দেখা যায়। শুধু শুধু নিজেদেরকে নাস্তিক বলে জাহির করে সমাজে ভুল বার্তা দিতে চাইছে তারা। বুধবার শ্রী শ্রী মহানাম সেবক সংঘ পরিচালিত মহানাম অঙ্গনের 41 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই ভাষায় নাস্তিক পন্থীদের আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা : মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন নাস্তিকদের উদ্দেশ্য করে আরও বলেন , কোন মন্দির মসজিদ কিংবা গির্জায় না গেলে নিজেকেই চেনা যায় না।ভগবানকে চিনতে হলে কিংবা নিজেকে জানতে হলে অবশ্যই যে যার ধর্ম অনুসারে মন্দির মসজিদ গির্জায় যেতে হবে। মহানাম অঙ্গনের পক্ষ থেকে এদিন মুখ্যমন্ত্রীর কাছে কিছু দাবি সনদ তুলে ধরা হয়েছিল। মুখ্যমন্ত্রী সেবামূলক কাজের জন্য তাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহানাম সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আশ্রমের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। এদিকে আশ্রমে আয়োজিত রক্তদান শিবিরে প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ ও আশ্রমের সেবকরাও স্বেচ্ছায় রক্ত দান করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর পারিষদ রত্না দত্ত , ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা ও নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সহ-সভাপতি রবীন্দ্র চন্দ্র সাহা।
রাজ্য
ভগবানকে বিশ্বাস করা প্রত্যেকটা মানুষের নৈতিক কর্তব্য, নাস্তিকরা ভগবানে বিশ্বাস করুন : মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-09-14
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this