শহরের কামার পুকুর পাড় এলাকার ফ্লাওয়ার্স ক্লাব এবছর বিগ বাজেটের পূজার আয়োজন করেছে। রাজস্থানের পদ্মাবতী প্রাসাদের আদলে প্যান্ডেল তৈরি করা কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ভিলেনের মতো আচরণ করে শারদীয় বৃষ্টি সব লন্ডভন্ড করে দিতে চাইছে। তবু হার মানতে রাজি নয় উদ্যোক্তারা। পদ্মাবতী প্রাসাদ সময়ের আগেই মাথা তুলে দাঁড়াবে। পঞ্চমীতেই পূজা উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। বললেন ক্লাব সম্পাদক গৌতম বণিক।
রাজ্য
ফ্লাওয়ার্সের বিশেষ আকর্ষন পূজায় পদ্মাবতী প্রাসাদ
- by janatar kalam
- 2022-09-13
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this