জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিপ্রা মাথার সঙ্গে কংগ্রেসের জোট হবে কি না ? তা সময়ই বলবে। তবে বি.জে.পিকে ঠেকাতে যা যা করণীয় কংগ্রেস সবই করবে। বিদ্যাসাগর বাজার এলাকায় ভারত জড়ো পদযাত্রায় অংশ নিয়ে ফের একথা বললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। “নফরৎ ছড়ো ভারত জড়ো ” এই স্লোগানকে সামনে রেখে ১৩ প্রতাপগড় ব্লক কংগ্রেসের উদ্যোগে হয় পদযাত্রা। বিদ্যাসাগর বাজার এলাকা থেকে মিছিল করেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ রায় বর্মন বলেন তিপ্রা মাথার সঙ্গে জোট হবে কি না ? তা সময় হলেই রাজ্যবাসি দেখতে পারবেন ।বিজেপির প্রতি তিনি ফের হুঁশিয়ারি দেন ,বিজেপিকে ঠেকাতে যা যা করার তাই করবে কংগ্রেস। সুদীপ বর্মন বলেন দলীয় কর্মী ও নেতাদের আক্রমণ করে কংগ্রেসকে কোন ভাবেই দাবিয়ে রাখা যাবে না। কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী জড়িতা লাইফাং ,প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা প্রমুখ।
রাজ্য
বিজেপিকে ঠেকাতে যা যা করার তাই করবে কংগ্রেস :সুদীপ
- by janatar kalam
- 2022-09-12
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this