2024-12-18
agartala,tripura
রাজ্য

চিকিৎসাশাস্ত্রে ফিজিওথেরাপিস্টদের বিশেষ ভূমিকা রয়েছে সচেতনতা রেলির সূচনা করে বললেন স্বাস্থ্যসচিব দেবাশীষ বসু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সময়ে চিকিৎসাশাস্ত্রে ফিজিওথেরাপিস্টদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। প্যারালাইসিস, হাই ব্লাড প্রেসার , থেকে শুরু করে বিভিন্ন রোগ উপশমে একমাত্র রাস্তা বাতলে দিতে পারে ফিজিওথেরাপিস্টরা। ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে অনেক জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বৃহস্পতিবার ফিজিওথেরাপিস্ট ডে উপলক্ষে আয়োজিত এক রেলির সূচনা করে কথাগুলো বললেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু।এদিন রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে রেলিটির সূচনা করেন সচিব দেবাশীষ বসু। রেলিটি রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের ভবন প্রাঙ্গণে এসে শেষ হয় | মূলত সাধারণ মানুষদেরকে ফিজিওথেরাপিস্ট সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে এই রেলির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে ও প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট সোসাইটির সহায়তায় এই রেলির আয়োজন করা হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service