2024-11-17
agartala,tripura
রাজ্য

এম বি বি কলেজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন রাজধানীতে ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এম বি বি কলেজ হচ্ছে ত্রিপুরার একটি ঐতিহাসিক কলেজ। এই কলেজের সুনাম সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। কলেজের ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেব বর্মন। মহারাজা বীর বিক্রম কলেজ রাজ্যের একটি ঐতিহাসিক কলেজ হিসেবেই পরিচিত। সারা ভারত বর্ষ তথা বিশ্বে এই কলেজের ছাত্রছাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একসময় কলেজটি ছিল পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটি অধীন। বর্তমানে ত্রিপুরা ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। হাজার 1947 সালের 9 সেপ্টেম্বর কলেজটি স্থাপিত হয়েছিল। এবছর কলেজটির 75 তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। রাজ্যের ঐতিহাসিক এই কলেজটির ঐতিহ্য ধরে রাখতে সোমবার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।এদিন শোভাযাত্রাটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সরকারের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন।শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে। কলেজ ছাত্রছাত্রীসহ এম বি বি কলেজ এলামনি ও বহু গুণমুগ্ধ শুভাকাঙ্ক্ষী শোভা যাত্রায় পা মেলান।অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ কলেজটির ঐতিহাসিক বর্ণনা দিতে গিয়ে বলেন , এই কলেজ প্রতিষ্ঠাকালীন বহু ছাত্র-ছাত্রী এখনো জীবিত রয়েছে। তাদেরকে অনুষ্ঠানে শামিল করা হয়েছে।এদিনের শোভাযাত্রায় পা মিলিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা প্রমূখ।অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের ছাত্র ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service