জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
৫ ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। শিক্ষক হলেন সমাজের মেরুদন্ড। তাদের হাত ধরেই তৈরি হয় আগামী দিনের প্রকৃত মানুষ ও দেশ গড়ার কারিগররা। তাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতেই ৫ই সেপ্টেম্বর দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। এদিন সরকারি বেসরকারি উদ্যোগে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে সামিল হয়ে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানান সমাজের সব অংশের মানুষ। এবারও তার ব্যতিক্রম হবে না। এবছর যথাযোগ্য শ্রদ্ধা মর্যাদার সাথে শিক্ষক দিবস পালনের জন্য ইতিমধ্যেই যাবতীয় নেওয়া হয়েছে। এক্ষেত্রে পিছিয়ে নেই স্কুলের ছাত্র-ছাত্রীরাও। তাদের প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে আবারো স্কুলে স্কুলে ছোট ছোট ভাই বোনদের ক্লাস নিলেন বড় ক্লাসের ছাত্রছাত্রীরা। যা তাদের কাছে জীবনের নতুন অভিজ্ঞতা। বছরে অন্তত এই একটি দিনের অপেক্ষায় থাকেন অনেক ছাত্র ছাত্রী। শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা নিয়েছেন তা ছোট ভাই-বোনদের সামনে তুলে ধরার জন্যই বড়দের এধরনের উদ্যোগ। শুধুমাত্র শিক্ষা আদান-প্রদানই নয়, এর মধ্য দিয়ে সাময়িক সময় হলেও শিক্ষকতার অভিজ্ঞতা অর্জন করতে পারেন ছাত্র-ছাত্রীরা। শনিবার সেই অভিজ্ঞতাই অর্জন করতে দেখা গেল আগরতলার বনেদি স্কুল নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে। স্কুলের বড় ক্লাসের ছাত্ররা এদিন শিক্ষকদের মতো করেই ক্লাস নিলেন নিচু ক্লাসের ছাত্রছাত্রীদের। জাতীয় শিক্ষক দিবসের প্রাকলগ্নে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শিক্ষা আদান-প্রদানকে ঘিরে ঘিরে এদিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেল ছাত্রছাত্রীদের মধ্যে।
রাজ্য
শিক্ষকদের শ্রদ্ধা জানাতে ছোটদের ক্লাস নিলেন বড়রা
- by janatar kalam
- 2022-09-03
- 0 Comments
- Less than a minute
- 3 years ago

Leave feedback about this