2024-11-16
agartala,tripura
খেলা

রাজ্যে প্রথমবারের মতো সাংসদ খেল শুরু ১০ই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগামী ১০ সেপ্টেম্বর আগরতলায় ম্যারাথন এর মধ্য দিয়ে শুরু হবে সাংসদ খেল প্রতিযোগিতার কর্মসূচি। প্রতিযোগিতা হবে ফুটবল, কাবাডি ও ভলিবলে। পুরুষ ও মহিলা দুই বিভাগই হবে খেলা। মহকুমা ও জেলা স্তরে আসর সম্পন্ন হওয়ার পর অনুষ্ঠিত হবে এই তিন ইভেন্টের রাজ্যভিত্তিক আসর। শুক্রবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই ১৯ জনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। যার চেয়ারম্যান সাংসদ প্রতিমা ভৌমিক নিজে। সংসদীয় এই কেন্দ্রের অধীনে রয়েছে চারটি জেলা। শুক্রবার ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা প্রেস ক্লাবের সচিব প্রণব সরকার সহ প্রস্তুতি কমিটির অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে সাংবাদিক সম্মেলনে শ্রীমতি ভৌমিক রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতাকে নির্বিঘ্নের সম্পন্ন করার জন্য সব অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service