জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
গণেশ পুজোতেও এবার দুষ্কৃতিকারীদের থাবা। গভীর রাতে দুষ্কৃতিকারীর দল পূজোর মন্ডপে হানা দিয়ে ভাঙচুর করে চেয়ার টেবিল সহ বিভিন্ন সামগ্রী। একই সাথে বেশ কয়েকজনকে রক্তাক্তও করে তারা। চাঞ্চল্যকর এই ঘটনা আগরতলা ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোড এলাকায়।বৃহস্পতিবার গভীর রাতে বেশ কিছু সংখ্যক দুষ্কৃতিকারীর দল আচমকা পূজোর মন্ডপে হানা দিয়ে ভাঙচুর করে চেয়ার টেবিলসহ বিভিন্ন সামগ্রী। দুষ্কৃতিকারীদের বাধা দিতে এগিয়ে এলে বেশ কয়েকজনকে রক্তাক্ত করে তারা। দুষ্কৃতিকারীদের সশস্ত্র আক্রমণে এলাকার বাসিন্দা গৌতম দেব, রাজেশ দে সহ আরো বেশ কয়েকজন আহত হন। অভিযুক্তদের নামদাম জানিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পূজা মন্ডপে দুষ্কৃতিকারীদের আক্রমণকে ঘিরে গোটা এলাকায় চাপা উত্তেজন বিরাজ করছে। এদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান সিপিআইএম নেতা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত। শ্রী দত্ত আহত গৌতম দেবের বাড়িতে গিয়ে ঘটনার সম্পর্কে অবগত হন এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানান।
অপরাধ
গণেশ পুজোর মণ্ডপে দুষ্কৃতিকারীদের তাণ্ডব
- by janatar kalam
- 2022-09-02
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this