2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

জিরানিয়ায় কোপারেটিভ সোসাইটির বার্ষিক সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
জিরানিয়া কোপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ৫২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন জিরানিয়া অগ্নিবীণা হল ঘরে আয়োজিত এই বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এছাড়াও ছিলেন সোসাইটির পদাধিকারীরা। এদিনের এই বার্ষিক সভা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রতন চক্রবর্তী বলেন সমবায় হল একটা আন্দোলন। এই আন্দোলনে যত বেশি সংখ্যক মানুষকে যুক্ত করা ততই সার্বিক উন্নয়ন প্রসারিত হবে। এই আন্দোলনের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বুনিয়াদকে শক্তিশালী হয়। গত সাড়ে চার বছরে এই রাজ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে। মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে, যুবকদের আত্মনির্ভরতা হওয়ার প্রশ্নে নতুন একটা দিগন্ত তৈরি হয়েছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service