জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
সামনেই রয়েছে শারদীয়া দুর্গোৎসব। আর এই উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে সোমবার পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। একই সাথে বিতরণ করা হয় বিভিন্ন খাদ্য সামগ্রী। সমাজসেবামূলক কর্মকাণ্ডে ইতিমধ্যেই রাজ্যবাসীর মন জয় করে নিয়েছে এই পূর্বোদয় সামাজিক সংস্থা। প্রতিনিয়তই তারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কর্মসূচি সংঘটিত করে আসছে।
রাজধানী আগরতলার বটতলা এলাকায় এদিন ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি জে.পি নাড্ডার জায়া মল্লিকা ব্যানার্জি নাড্ডা পূর্বোদয়া সামাজিক সংস্থার উদ্যেগে আয়োজিত এই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাথে উপস্থিত ছিলেন পূর্বোদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সহধর্মিনী নীতি দেব, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ পূর্বোদয় সামাজিক সংস্থার কর্মকর্তারা।
রাজ্য
পূর্বোদয় সামাজিক সংস্থার বস্ত্র বিতরণে নাড্ডার জায়া
- by janatar kalam
- 2022-08-29
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this