2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

উপজাতি ছাত্রাবাস গুলির সমস্যা নিয়ে ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলা শহরের বিভিন্ন উপজাতি ছাত্রাবাস গুলি নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে ছাত্রাবাসে আবাসিক ছাত্র-ছাত্রীরা খাবার সমস্যায় ভুগছেন। এরকম গুরুতর অভিযোগে এনে এবার সোচ্চার হল তিপ্রামথার ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন তথা টিএসএফ। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশু কুমার দেববর্মার নেতৃত্বে কর্মীরা আগরতলায় উপজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন সংঘটিত করে। তাদের দাবি আগরতলার বিভিন্ন স্কুলের উপজাতি ছাত্রাবাস গুলির চলমান সমস্যা অবিলম্বে সমাধান করা। এই দাবিকে সামনে রেখে এদিন দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে প্রথমে বিক্ষোভ প্রদর্শন এবং পরবর্তী সময়ে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত এক স্মারকলিপি তুলে দেয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে টিএসএফের কেন্দ্রীয় সভাপতি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন ছাত্রাবাসগুলিতে বসবাসকারী উপজাতি ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। অবিলম্বে প্রশাসন এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংগঠন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service