2024-12-18
agartala,tripura
রাজ্য

মহিলা ফুটবলে হাফ ডজন গোলে জয়ী স্পোর্টস স্কুল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলা এডিনগর পুলিশ মাঠে চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মহিলা সিনিয়র লিগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী রবিবার তৃতীয় দিন ময়দানে নামে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও চলমান সংঘ। ম্যাচটি স্পোর্টস স্কুলের প্রথম ম্যাচ হলেও প্রতিপক্ষ চলমানের দ্বিতীয় ম্যাচ। দিনের ম্যাচে চলমানকে সহজেই হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করল স্পোর্টস স্কুল। এদিন স্পোর্টস স্কুল হাফ ডজন গোলের ব্যবধানে ছিনিয়ে নেওয়ায় পরাজয়ের ধারাবাহিকতা বজায় রাখল চলমান। ম্যাচের প্রথমার্ধে জয়ী দল ৩-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় আরও তিনটি গোল করে জয়-পরাজয়ের ব্যবধান বাড়িয়ে নেয়। এরমধ্যে সকচন্তি রিয়াং একাই করে চারটি গোল। ফলে চলতি এই টুর্নামেন্টে প্রথম গোলের হ্যাটট্রিক করলো সে। বাকি দুটি গোল করে ধনীতা রিয়াং।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service