2024-12-15
agartala,tripura
রাজ্য

রাজ্যের স্ব-সহায়ক দলের মহিলাদের উৎপাদিত পণ্য সামগ্রীর ভূয়শী প্রশংসা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জায়া মল্লিকা নাড্ডা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার স্ব-সহায়ক দলের মহিলাদের উৎসাহিত করে বাঁশ বেতের ভালো জিনিস তৈরি হচ্ছে। যার বাজার দিল্লী পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। স্ব সহায়ক দলের মহিলাদের কাজের উচ্চ প্রশংসা করেছেন জেপি নাড্ডার জায়া মল্লিকা নাড্ডা।রাজ্যের স্ব-সহায়ক দলের মহিলাদের উৎপাদিত পণ্য সামগ্রীর ভূয়শী প্রশংসা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জায়া মল্লিকা নাড্ডা।রবিবার রাজ্যে এসেই জেপি নাড্ডার জায়া মল্লিকা নাড্ডা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জায়া নীতি দেবের সঙ্গে পূর্বাশা পরিদর্শনে চলে যান।সেখানে দিয়ে স্ব-সহায়ক দলের মহিলাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী দেখে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন সর্বভারতীয় সভাপতির জায়া।রাজ্যের হস্ত কারো শিল্পের শাড়ি সহ বাঁশ বেতের অনেক পণ্য সামগ্রী ক্রয় করেছেন। একই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের উৎপাদিত পণ্য সামগ্রী উচ্চ প্রশংসা করেছেন। বলেন অদূর ভবিষ্যতে ত্রিপুরার মান আরও অনেক উঁচুতে পৌঁছে যাবে।প্রশংসা করেন রাজ্যের প্রাক্তন ও বর্তমান দুই মুখ্যমন্ত্রীর |বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার জায়া মল্লিকা নাড্ডা এদিন রাজ্যবাসীকে নবরাত্রির আগাম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান।বলেন মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমিতে সবাই যেন থাকে সুখে শান্তিতে।প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর জায়া নীতি দেব এদিন মল্লিকা নাড্ডাকে আরও বেশ কিছু স্থান ঘুরে দেখান। রাজ্যে এসে অনেক নতুন নতুন জিনিস দেখতে পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতির জায়া।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service