2024-12-19
agartala,tripura
রাজ্য

শান্তি কালী গুরুদেবের বলিদান দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শান্তি কালি গুরুদেবের বলিদান তিথিতে সংকল্প দিবস পালন করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই দিবসটি উপলক্ষে শনিবার আগরতলা শহরে হিন্দু সনাতন ধর্মের লোকেরা সংঘটিত করল এক মিছিল ও আলোচনা সভা। এদিন আগরতলা বনমালীপুর স্থিত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমার শেষে নজরুল কলা ক্ষেত্রে মিলিত হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে আরএসএস অনুমোদিত ভারত বিকাশ পরিষদের পক্ষে বীরেন্দ্র কলই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে শান্তি কালী গুরুদেব যে বলিদান দিয়েছেন তার স্মৃতির স্বার্থে সবাইকে আরও এগিয়ে আসতে হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service