জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- আসন্ন ২০২৩ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার জানান দিতে পাহাড়ে যেন রাজনৈতিক পারদ উতলে উঠছে । উল্লেখ্য, একদিকে শাসক বিজেপি’র জনজাতি মোর্চার সভা ও অন্যদিকে তিপ্রা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আগমন’কে কেন্দ্র করে সাত সকালেই বিজেপি ও তিপ্রা মথা’র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে গোটা মুঙ্গিয়াকামী বাজার চত্বর এলাকা । ঘটনা আজ মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানাধীন মুঙ্গিয়াকামী বাজার সংলগ্ন এলাকায় কমিউনিটি হলর সামনে । ঘটনার বিবরণে প্রকাশ, পূর্ব ঘোষণা মোতাবেক আজ মঙ্গলবার বেলা আনুমানিক ১১ টা নাগাদ মুঙ্গিয়াকামীর কমিউনিটি হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিজেপির জনজাতি মোর্চার সভা । সেই মোতাবেক আজ মঙ্গলবার সকাল আনুমানিক ৮ টা নাগাদ মুঙ্গিয়াকামীর কমিউনিটি হল সংলগ্ন এলাকায় বিজেপি নেতা কর্মীরা তিপ্রা মথা’র ফ্ল্যাগ ফেস্টুন ছুঁড়ে ফেলে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ভিত্তিতে হাত লাগায় । আর জাতীয় সড়কে মহারাজা তথা বুবাগ্রা প্রদ্যুত কিশোর দেববর্মণকে স্বাগত জানাতে সারি সারি দাঁড়িয়ে আছে তিপ্রা মথা দলের নেতৃত্বরা । আর ঠিক এমন সময়েই আচমকা তিপ্রা মথার কর্মীরা দেখতে পেয়ে বিজেপি নেতা কর্মীদের উশৃঙ্খল তান্ডব ও ফ্ল্যাগ ফেস্টুন ছুঁড়ে ফেলার মুহূর্ত । সঙ্গে সঙ্গেই তিপ্রা মথার কর্মী সমর্থকরা বিজেপি নেতা কর্মীদের দিকে এগিয়ে যেতেই শুরু হয় দুই রাজনৈতিক দলের মধ্যে তুমুল সংঘর্ষ ও রন তান্ডব । নিমেষের মধ্যেই দুই রাজনৈতিক দলের সংঘর্ষে পরিস্থিতি হয়ে উঠে অগ্নিগর্ভ । দুই রাজনৈতিক দল থেকেই ছুঁড়া হয় ইট পাটকেল ও লাঠি সোটা । পরিস্থিতি হয়ে উঠে থমথমে । খবর যায় মুঙ্গিয়াকামী থানায় । খবর পেয়েই তড়িঘরি করে তেলিয়ামুড়া থেকে ঘটনাস্থল মুঙ্গিয়াকামীতে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে মুঙ্গিয়াকামী থানার বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী । তবুও এই উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের সামনেই বিজেপি নেতা কর্মীদের আক্রমনে ঘটনাস্থলেই আহত ও রক্তাক্ত হয় ২ তিপ্রা মথা সমর্থক । সঙ্গে সঙ্গেই আহত ২ তিপ্রা মথা কর্মীর সমর্থকদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । পরবর্তীতে এই রাজনৈতিক ঘটনায় উত্তপ্ত মুঙ্গিয়াকামীর খবর পেয়ে দীর্ঘ ২ ঘন্টা বাদে ঘটনাস্থলে ছুটে আসেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ও ADC -র EM কমল কলই ও ১১ মহারাণীর OBSERVER গীতা রানী দেববর্মা । উক্ত রাজনৈতিক ঘটনা ও বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে শীর্ষস্তরের দীর্ঘক্ষণ চলে আলোচনা । যদিও খবর লেখা পর্যন্ত এখনো গোটা মুঙ্গিয়াকামী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।।
রাজ্য
রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠে মুঙ্গিয়াকামী
- by janatar kalam
- 2022-08-23
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this