জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজধানী আগরতলাতেই এবার দুঃসাহসিক ডাকাতির ঘটনা। যা নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এখন রাজধানী বাসীর মনে। নতুন করে আতঙ্ক সৃষ্টি হওয়ার মত ডাকাতির ঘটনা এবার সংঘটিত হল আগরতলা শহরতলি আড়ালিয়া চাম্পামুড়া এলাকায়। রবিবার মাঝ রাতে চারজনের ডাকাত দল হানা দিল এলাকার বাসিন্দা পেশায় ব্যাংক কর্মী রাজেশ দাস এর বাড়িতে। নির্জনতার সুযোগে কাজে লাগিয়ে ডাকার দল রাত আনুমানিক দেড়টা নাগাদ ডাকাত দল রাজেশ বাবুর বাড়িতে ঢুকে হাতিয়ে নিল নগদ অর্থসহ স্বর্ণালংকার। শুধু তাই নয় ডাকাত দল রাজেশ বাবু ও তার স্ত্রীকেও রক্তাক্ত করে। জানা গেছে চারজনের ডাকাত দল এদিন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রাজেশ বাবুর ঘরে ঢুকে হাতমুখ বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় ব্যাংক কর্মী রাজেশ বাবু ও তার স্ত্রী বর্ণালী মজুমদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সাত সকালে দু সাহসিক এই ডাকাতের খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দেয়।
অপরাধ
আগরতলা শহরতলীতে দুঃসাহসিক ডাকাতি
- by janatar kalam
- 2022-08-22
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this