জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহনের পর শুক্রবার প্রথমবারের মতো শান্তির বাজার সফর করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষ্যে শান্তির বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় নব নির্মিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন তিনি।মূর্তি উন্মোচনের পর মোটর স্টেন্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠীত হয় এক প্রকাশ্য জনসভা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, মাতারবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব ঘোষ, মন্ত্রী রামপদ জমাতীয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, ৩৬ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মুখ্যমন্ত্রী মাহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জীবনের বিভিন্নদিক গুলি জনসন্মুখে তুলেধরেন। পাশাপাশি বিজেপি সরকার জনজাতিদের জন্য কি প্রকারের মনোভাব রয়েছে তা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানান বর্তমান রাষ্ট্রপতি জনজাতি সম্প্রদায়ের। বিজেপি সরকার জনজাতিদের বিশেষ প্রাধন্য দিয়ে থাকেন বলে জানান মুখ্যমন্ত্রী। এই সভার মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গঠনের বিশেষ আহব্বান জানান মুখ্যমন্ত্রী।
রাজ্য
শান্তিরবাজারে মহারাজার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2022-08-19
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this