2024-11-17
agartala,tripura
রাজ্য

বানরের উন্মত্ত উৎপাতে সাধারণ মানুষের অবস্থা নাজেহাল

জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- একদিকে দিনভর বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে আছে তেলিয়ামুড়াবাসী । অন্যদিকে গায়ে হাওয়া লাগিয়ে সকাল বিকাল গাড়িতে করে নামকাওয়াস্তে ঘুরে বেড়াচ্ছে তেলিয়ামুড়ার বন দপ্তর আধিকারিক বর্গী । ঘটনা তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন শান্তিনগর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি বেশ কিছু দিন ধরে তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন শান্তিনগর, জয়নগর, রাজনগর এলাকা গুলোতে বানরের উন্মত্ত উৎপাত সাধারণ মানুষকে নাজেহাল অবস্থা করে দিয়েছে । ঘর থেকে বেরোনো দায় হয়ে পড়েছে মানুষের । কখনো পথ চলতি মানুষকে আক্রমণ করেছে আবার কখনো ঘরের খাদ্য সামগ্রী রাস্তায় নিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে । কিন্তু তা সত্ত্বেও তেলিয়ামুড়া বন দপ্তরের আধিকারিকেরা রয়েছে এক প্রকার উদাসীনতায় মগ্ন । জানা গেছে, বানরের আক্রমণে অতিষ্ট হয়ে সাধারণ মানুষ জন যখন বারংবার‌ তেলিয়ামুড়া বন দপ্তরের আধিকারিকদের অফিসে বানরের উৎপাত থেকে মুক্তির জন্য জানানোর চেষ্টা করে তখন তেলিয়ামুড়া বন দপ্তরের হীরের টুকরো আধিকারিকেরা সাধারণ মানুষের ফোন তোলার বিন্দুমাত্র প্রয়োজন বোধ পর্যন্ত মনে করছে না এমনটাই সরাসরি অভিযোগ রয়েছে বন দপ্তরের বিরুদ্ধে । শুধু তাই নয় পূর্বেও বহুবার তেলিয়ামুড়ার অনেক পথ চলতি সাধারণ মানুষকে বানরের হাতে আক্রান্ত হয়ে “ANTI-REVIS” ভ্যাকসিন পর্যন্ত নিতে হয়েছে । ফলে বিগত দিনেও অনেকবার তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় থেকে শুরু করে তেলিয়ামুড়ার বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের অনেকবার বানরের উৎপাত থেকে মুক্তির জন্য লিখিত আকারে অভিযোগ জানিয়েও আজ পর্যন্ত বিধায়িকা কল্যাণী রায় এমনকি তেলিয়ামুড়ার বন দপ্তর আধিকারিক গণ কারোর কাছ থেকেই সমস্যা সমাধানের কোন সদুত্তর পাচ্ছে না । যার ফলে তেলিয়ামুড়ার সাধারণ মানুষের মধ্যে বন দপ্তরের খামখেয়ালিপানাকে গিয়ে এক প্রকার ক্ষোভ সৃষ্টি হয়েছে । পরবর্তীতে তেলিয়ামুড়ার সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে সংবাদ মাধ্যমের কর্মীরা তেলিয়ামুড়ার ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথের সঙ্গে উক্ত ঘটনার বিষয়ে কথা বলতে গেলে তিনি মূলতঃ এই বিষয়ে কথা বলতে নারাজ । বিগত ৭ দিন যাবৎ সুপ্রিয় বাবু শুধুমাত্র সাংবাদিকদের অজুহাত আর অজুহাত দেখিয়ে চলেছেন । তবে বর্তমানে তেলিয়ামুড়ার বন দপ্তরের আধিকারিকদের কর্তব্যে যে মূলতঃ গাফিলতি ও খামখেয়ালিপনা রয়েছে সেটা আর মূলতঃ বলার অপেক্ষায় রাখে না । তবে এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে, সংবাদ পরিবেশনের পরেও বানরের উন্মত্ত আক্রমণ থেকে তেলিয়ামুড়া বাসীকে পরিত্রাণ দিতে বন দপ্তরের কুম্ভনিদ্রা ও খামখেয়ালিপনা আদৌও দূর হয় কি না।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service