জনতার কলম ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে “আজাদী কা অমৃত মহোৎসবে”র অঙ্গ হিসেবে ইতি মধ্যেই সারা ভারত জুড়েই “হর ঘর তেরঙ্গা” মহোৎসব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আর এরই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমার অধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত তেলিয়ামুড়ার গামাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণ থেকে CRPF বাহিনী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক সুবিশাল সুসজ্জিত মোড়া হাতে হাতে জাতীয় পতাকা নিয়ে তেলিয়ামুড়া অমরপুর সড়কে এক “তেরঙ্গা” রেলি অনুষ্ঠিত করা হয় । উক্ত এই “তেরঙ্গা” রেলিতে উপস্থিত ছিলেন ৭১ নং CRPF বাহিনীর উচ্চ পদস্থ আধিকারিক সহ দেশ মাতাকে রক্ষার্থে আরও অন্যান্য কর্মরত জওয়ানেরা তথা বীর সন্তানেরা । এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুরের বিধায়ক ডঃ অতুল দেববর্মা, গামাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কর্মরত আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ সহ আরও অন্যান্য স্থানীয় নেতৃত্বরা । উক্ত এই তেরঙ্গা সুসজ্জিত সুবিশাল তেরঙ্গা মিছিলটি গামাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু করে তেলিয়ামুড়া ব্লক অফিস চত্বর পরিক্রমা করে পুনরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে শেষ হয় । শুধু তাই নয় পরবর্তীতে দেশ মাতৃকার বীর সন্তানেরা প্রত্যেকের হাতে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা তুলে দেন । এই দিকে উক্ত এই কর্মসূচিকে ঘিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক ডঃ অতুল দেববর্মা জানান—
“আগামী ১৫-ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস । অনেক কোটি কোটি বীর সন্তান দেশ মাতাকে রক্ষা করতে গিয়ে আত্ম বলিদান করেছে । আর এই বীর সন্তানদের আত্ম বলিদানের মধ্য দিয়েই আমরা আমাদের দেশ ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা পেয়েছি । আর এই বছর ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসে “আজাদী কা অমৃত মহোৎসবে”র অঙ্গ হিসেবেই আজকের এই “তেরঙ্গা” মহোৎসব কর্মসূচী । শুধু তাই নয়, আগামী ১৩-ই আগস্ট থেকে ১৫-ই আগস্ট পর্যন্ত গোটা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ছোট্ট পাহাড়িময় ত্রিপুরা রাজ্যেও প্রত্যেকের বাড়িতে “তেরঙ্গা” জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান রাখেন” ।
রাজ্য
আজাদী কা অমৃত মহোৎসবে”র অঙ্গ হিসেবে বিধায়ক ডঃ অতুল দেববর্মার উদ্যোগে রেলি
- by janatar kalam
- 2022-08-11
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this