2024-12-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

বাইক মিছিলে অন্য রূপে প্রাক্তন মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বৃহস্পতিবার আগরতলা ৯ বনমালীপুর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বাইক মিছিল। মন্ডল কার্যালয় প্রাঙ্গন থেকে এদিনের বাইক মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি রাজিব ভট্টাচার্য মন্ডল সভাপতি দীপক করসহ অন্যান্য নেতৃত্ব। বাইকের চালকের আসনে বসে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য তুলে ধরে জানান, দেশাত্ম প্রেম, রাষ্ট্রের প্রতি ভালোবাসা যে বোধ তাকে জাগানোর জন্যই এই বাইক রেলির আয়োজন। এর মধ্য দিয়ে মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগানো এবং রাষ্ট্রপ্রেমী নাগরিকরা একটা শক্তিশালী দেশ গড়তে পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই পদক্ষেপ নিয়েছেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service