2024-12-19
agartala,tripura
রাজ্য

বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিগত দিনের মত এবারও দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যে নানা সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদান দিবসটি পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে ক্ষুদিরাম বসুর পুনবায়ব মূর্তির পাদদেশে। সকালে এক প্রভাত ফেরী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে মিলিত হয়ে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান কমিটির নেতৃত্ব। পরে ক্ষুদিরামের জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা করেন সংস্থার সম্পাদক হরকিশোর ভৌমিক এবং ডঃ অলক সৎপতি। বক্তারা বলেন যে, বর্তমানে দেশের অন্যায়, শোষণ, অত্যাচার ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে ছাত্র যুব সমাজ যদি লড়াই সংগ্রামে এগিয়ে আসে তবেই বিপ্লবী ক্ষুদিরামের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service