জনতার কলম ওয়েবডেস্ক :-মহারাষ্ট্রের পর এবার বিহার। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার । রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিলেন
নীতীশ।গুঞ্জন অনেকটা ছিল । সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বিজেপির হাত ছাড়লেন নীতীশ কুমার। এবার বিহারে বিজেপির বিরুদ্ধে একজোট হল নীতীশ কুমারের জেডিইউ এবং লালু প্রসাদ যাদবের আরজেডি। এদিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। এদিন রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, ‘সমস্ত সাংসদ ও বিধায়করা ঐকমত্যে রয়েছেন যে আমাদের এনডিএ ত্যাগ করা উচিত।’শোনা যাচ্ছিল, বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন জেডিইউ নেতা নীতিশ কুমার। আর এর মধ্যেই এবার নতুন সম্ভাবনা উসকে দিয়ে আরজেডির জাতীয় সহ-সভাপতি শিবানন্দ তিওয়ারি জানিয়েছিলেন , জেডিইউ যদি বিজেপির সঙ্গ ছাড়ে, তাহলে আরজেডি তাঁকে স্বাগত জানাবে। প্রসঙ্গত আগে নিতিশ কুমারের জেডিইউয়ের সঙ্গে আরজেডির জোট ছিল যা থেকে ২০১৭ সালে নীতিশ কুমার জোট ভেঙে বেরিয়ে আসেন। নিতিশ ধরেন বিজেপির হাত। এবার দেখার, নতুন করে আবার পুরনো সম্পর্ক জোড়া লাগে কিনা।
দেশ
মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার
- by janatar kalam
- 2022-08-09
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this