জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করে তোরার জন্য রবিবার জিরানীয়ায় অগ্নিবীণা হল ঘরে আয়োজিত একটি অনুষ্ঠানে মহকুমায় সক্রিয় বিভিন্ন স্ব-সহায়ক গ্রুপের মধ্যে ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা তুলে দিয়েছে রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী । শ্রী চৌধুরী জানান সক্রিয় সমস্ত স্ব-সহায়ক দলের মাধ্যমে বাড়ী বাড়ী জাতীয় পতাকা পৌঁছে দেওয়া হবে। আগামী ১৩ থেকে ১৫ই আগষ্ট জিরানীয়া মহকুমায় প্রতিটি বাড়ি বাড়ি জাতীয় পতাকা তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার জন্য ব্যাপক হারে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।এদিকে এদিন তথ্য সংস্কৃতি মন্ত্রীরপৌরহিত্যে জিরানিয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলঘরে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে আগামী ১৫ই আগষ্ট জিরানিয়া মহকুমায় স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি,বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও স্থানীয় সমাজসেবীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
রাজ্য
হর ঘর তিরঙ্গা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি বৈঠকে তথ্য সংস্কৃতি মন্ত্রী
- by janatar kalam
- 2022-08-07
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this